রান্নার বাসনপত্র আনতে গিয়ে স্টোররুমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মিড-ডে মিলের রাঁধুনি (বা, সহায়িকা)-র। মৃত সহায়িকার নাম সরস্বতী পাল (৫০)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে গড়বেতা থানার অধীন সন্ধিপুর ফাঁড়ির অন্তর্গত ভগবন্তপুর প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা ঘিরে শোকের বাড়িতে উপস্থিত হলেন গরবেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক।