হাড়োয়া ব্লকের গোপালপুর এক নম্বর গ্ৰাম পঞ্চায়েতের বীরেশ্বর এফ পি স্কুলে ২৪৬,২৪৮, ২৫৩ নম্বর বুথ নিয়ে সোমবার সকাল এগারটো থেকে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া,আমাদের সমাধান ক্যাম্প। উপস্থিত ছিলেন হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ রবিউল ইসলাম, হাড়োয়ার বিডিও অতনু ঘোষ,জয়েন বিডিও অনিমেষ পাল,ইঞ্জিনিয়ার সঞ্জীব মন্ডল,হাড়োয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা মাহালী,পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ শফিক আহমেদ, পঞ্চায়েত প্রধান বিশ্বনাথ সাহা সহ অন্যান্যরা।