একাধিক তৃণমূল সমর্থক সহ বিধায়কের উপস্থিতিতে তৃণমূলের পতাকা ধরলো সদ্য CPIM ও কংগ্রেস ছাড়া সদস্যরা। বৃহস্পতিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতের কোট 62 নম্বর সংসদে আনুষ্ঠানিকভাবে এই যোগদান পর্ব চলে। আজ প্রায় ৬০ থেকে ৭০ জন সদ্য CPIM ও কংগ্রেস ছাড়া সদস্যরা বিধায়ক অভিজিৎ রায়ের হাত ধরে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। মূলত এদিন অতিথিবর্গদের বরণ পর্ব সেরে নেওয়ার পর এই যোগদান পর্ব কর্মসূচি করা হলো।