কন্ট্রোলের হাট এলাকায় দুই বাইকের সংঘর্ষের ঘটনায় এক বালক গুরুতর আহত হসপিটালে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে নয়টা জানা গিয়েছে, কোনা মুক্তা এলাকার এক বালক বাইকের পেছনে বসে কন্ট্রোলের হাট যাচ্ছিল সেই সময় কন্ট্রোলের হাট এলাকায় অপর একটি বাইক তাদের বাইকে সজোরে ধাক্কা মাড়ে ওই ঘটনায় বাইকের পেছনে থাকা ওই নাবালক রাস্তায় ছিটকে পড়ে যায়। এলাকার লোকজন তাকে