জেলার অন্যান্য ব্লক গুলির সাথে সাথে আজ শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করেই পুরুলিয়ার সাতুড়ি ব্লকের মারবেদিয়া হাইস্কুলে অনুষ্ঠিত হল সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান শিবির।এদিনের ঐ শিবিরে উপস্থিত হয়েছিলেন গড়শিখা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। ছিলেন ব্লক প্রশাসনের কর্তারা। শুক্রবার রাত্রে সাতুড়ি ব্লকের বিডিও পার্থ দাস জানান,এদিন গড়শিকা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারবে দিয়া হাইস্কুলে শিবিরটি অনুষ্ঠিত হয়।শিবির সুষ্ট ভাবে সম্পন্ন হয়েছে।