হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সরকারি অতিথি নিবাস হলদিয়া ভবন এর পাশে খামারবাড়ির সূচনা করলেন সংস্থার চেয়ারম্যান জ্যোতির্ময় কর,হালদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল সহ অন্যান্যরা।বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ উদ্বোধন হয়। প্রায় ৭ একর জমির উপর মাছ ও সব্জি চাষ, ফল ও ওষধি গাছের বাগান, পশুপালন ও ডেয়ারি গড়তে সুসংহত খামার তৈরির স্কিম নিয়েছে এইচডিএ। প্রাথমিকভাবে কয়েকটি দেশি বিদেশি গরু, ছাগল ও চারাপোনা চাষের সূচনা হয়েছে।