প্রতি বছরের মতো বছরের মতো এবারও পুজোর মাস খানেক আগেই মৃৎশিল্পালয় থেকে দুর্গা প্রতিমা মহা ধুমধামে মন্ডপে নিয়ে গেলেন মালদা শান্তি ভারতী পরিষদের সদস্যরা। এই উপলক্ষে রবিবার মালদা শান্তি ভারতী পরিষদের ক্লাব সদস্য সহ পুজো উদ্যোক্তাদের মধ্যে চরম আনন্দ উদ্দীপনার ছবি নজরে আসে। ঢাক, ব্যান্ডব্যাদ্দি, ডৎকা বাজিয়ে দেবী, প্রতিমা মালদা শহরের ফুলবাড়ির মৃৎশিল্পালয় থেকে বাঁশবাড়ির পুজো মন্ডপে নিয়ে যান ক্লাব কর্মকর্তারা ।