কান্দিগ্রাম এলাকায় জাতীয় সড়কে লরি ও ইরিস্কার সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ইরিক্সা চালকের। মঙ্গলবার শ্রীভূমি জেলার মালুয়ার কান্দিগ্রাম এলাকায় জাতীয় সড়কে লরি ও ইরিস্কার সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ইরিক্সা চালকের। ঘটনার বিবরণে স্থানীয় সূত্রে জানা গেছে, বদরপুর দিক থেকে আসা লরিটি ইরিক্সার পিছনে সজোড়ে ধাক্কা মারে। এতে লরির চাঁপা পরে মৃত্যু হয় ইরিক্সা চালক কমলাপাড়া গ্রামের মোস্তফা আহমেদ। পরে খবর দেওয়া হয় পুলিশে,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।