হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই আপনার বাঙালি মেতে উঠবেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার আনন্দে। আর তার ঠিক আগে খুঁটি পূজার মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করে দিল একতা মহিলা কমিটির সদস্যরা। বিগত কয়েক বছর ধরে এলাকার মহিলাদের উদ্যোগেই মালদা শহরের মালঞ্চ পল্লী হোস্টেল মাঠ সংলগ্ন এলাকায় হয়ে আসছে দুর্গাপুজো। পুজোর থিম কিছু না থাকলেও এই পুজোর সাথে আবেগ এবং আনন্দ জড়িয়ে রয়েছে এলাকাবাসীদের।