মাকে নির্মমভাবে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। যার জেরে প্রাণ গেল বৃদ্ধার। ঘটনাটি বেলেঘাটার। মৃত বৃদ্ধার নাম নন্দিতা বসু (৬৫)। ইতিমধ্যেই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছেলে মৈনাক বসুকে। পুলিশ সূত্রে খবর , শনিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ তারা খবর পায়, কবি সুকান্ত সরণিতে নিজের বাড়িতে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধা। পুলিশ গিয়ে বাড়ির দোতলার একটি ঘর থেকে ওই বৃদ্ধাকে উদ্ধার করে।