গত রবিবার সকাল ১০ টার সময় থেকে বেতাই দক্ষিন জিৎপুর কলোনী বাসিন্দাদের উদ্যোগে,বেতাই দক্ষিন জিৎপুর কলোনীতে শুরু হয় দুর্গা পূজা উপলক্ষ্যে শুরু হল মেলা। দুর্গা পূজা উপলক্ষ্যে মেলাটি গত রবিবার সকাল ১০ টার সময় থেকে শুরু হযেছে এবং চলবে আগামী বৃহস্পতিবার রাত্রি ৯ টার সময় পযর্ন্ত।