প্রসঙ্গত এদিন দুপুরে কৃষ্ণনগরে একটি বেসরকারি হোটেলে পি আই বি র উদ্যোগে বার্তালাপ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে ব্যাংকিং ব্যবস্থার সংস্কার ও সাইবার অপরাধ দমন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর, পিএনবির এল ডি এম অনুপ ডুং ডুং, নাবার্ডের ডি ডি এম সৈকত দে, পিআইবি ইস্টার্ন জোনের ডিরেক্টর জেনারেল টি ভি কে রেড্ডি প্রমূখ।এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাংবাদিকগণ।