বীরভূমের রামপুরহাটে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করল উত্তর দিনাজপুর ভারত যাকাত মানঝি পরগনা মহল। শুক্রবার দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও জাতীয় সড়ক অবরোধ করা হয়। অভিযুক্তর শাস্তির দাবি জানিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেন তারা। অবরোধে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।