চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের ইংরেজবাজার শহরে। বুধবার দুপুরে গৌড়বঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকার এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয়েরা। অভিযোগ, দুর্ঘটনায় জখম সিভিক ভলান্টিয়ার মিঠুন সিংহ(৩৭) নার্সিংহোমে ২৪ ঘণ্টা ধরে ভর্তি থাকলেও কোনও চিকিৎসা হয়নি। সকালে তাঁর মৃত্যু হয়। দুপুরে দেহ মেডিক্যালের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়েরা। পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলে।