Barasat 1, North Twenty Four Parganas | Sep 10, 2025
প্রায় তিন ঘন্টা পার এখনো মধ্যমগ্রামে ছাপা কারখানায় দাও দাও করে জ্বলছে আগুন উত্তর ২৪ পরগনা জেলায় আজ মধ্যমগ্রাম থানার অন্তর্গত মধ্যমগ্রাম ক্যামলিয়া কলেজ রোডে একটি ছাপা কারখানায় হঠাৎ বিকেল বেলা ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ছ'টি engine এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, sdpo বারাসাত সহ মধ্যমগ্রাম থানার একাধিক পুলিশ আধিকারিকেরা। কি করে এই আগুন লাগল তা এখন অব্দি জানা যায়নি।