পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নং ব্লকের অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন পটাশপুর 2নং পঞ্চায়েত সমিতির 2023-24 অর্থাবর্ষে 12 লক্ষ 78 হাজার টাকা ব্যায়ে মথুরাপুর শিশু আলয়ের শুভ আনুষ্ঠানিক দ্বারোদঘাটন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বারোদঘাটন করেন জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাজসেবীগন এবং আধিকারিক গন