বুধবার নয়াগ্ৰামের সিংদুই গ্ৰামে সামান্য মুরগিকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের। আহত হয়েছে পরিবারের আরো চার জন। ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে মূল অভিযুক্ত দুই জনকে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত দুজনকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।