স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইংলিশ বাজারের ব্যাশ পুর ফুটবল ময়দানে আয়োজন করা হয়েছে এই খেলার। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দল অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। যুব সমাজকে খেলার প্রতি আসক্ত করতে এই উদ্যোগ বলে জানা গেছে।