উদয়পুর ভি মার্ট এর সন্নিকটে একটি দোকানের সামনে এক কন্যা সন্তানকে নিয়ে এক মহিলা ঘুমিয়ে থাকতে দেখে সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। সাংবাদে জানা যায় মহিলার বাড়ি উদয়পুর পিত্রা এলাকায়। কন্যা সন্তানটি কান্না করছে দেখে সাধারণ জনগণ মহিলা ও কন্যা সন্তানটিকে উদ্ধার করে উদয়পুর আর কে পুর থানা হাতে তুলে দেয়। তবে কি কারণে মহিলা কন্যা সন্তানকে নিয়ে বাড়িঘর ছেড়ে একটি দোকানের সামনে এসে ঘুমিয়ে রয়েছে তা এখনো জানা যায়নি