উত্তরবঙ্গে প্রথমবারের মতো শিলিগুড়িতে আয়োজিত Strength and Beauty Expo 2025—এ নজর কাড়লেন ময়নাগুড়ির রথেরহাট ঘোষপাড়ার রাজবংশী পরিবারের মেয়ে মৌমিতা রায়। ৭ই সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় পারিবারিক অভাব-অনটন ও সামাজিক কটূ কথাকে উপেক্ষা করে নিজের অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমের জোরে Sports Fitness Model Woman Physique বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে ছোটবেলা থেকেই খেলাধুলায় মনোযোগী মৌমিতা একসময় অ্যাথলেটিক্সে সক্রিয় ছিলেন। ক