কালনার সিদ্ধেশ্বরী মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে সার্বজনীন গণেশ পূজার উপলক্ষে মহা ভোগ প্রসাদ বিতরণের আয়োজন বৃস্পতিবার। এদিন বৃহস্পতিবার দুপুরে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় প্রায় তিন হাজার মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করেন। ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন দত্ত এদিন দুপুর সাড়ে তিনটা নাগাদ জানান পুজো উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করি আমরা সেই মতন আজ মহাভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে।