ওয়াসাবাড়ি চাবাগানের ভিতর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল মাল থানার পুলিশ। পুলিস সুত্রেই জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম প্রেম বাহাদুর তামাং (৫৪)। তার বাড়ি ওই চা বাগানের রোড সাইড লাইনের শ্রমিক মহল্লায়। জানাগেছে, গতকাল থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিল। এদিন চা বাগানে সাত নাম্বার সেকশনে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা । এরপর তারাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে মাল থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়।তবে তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য।