‘এত অপদার্থ, অসভ্য রাজনৈতিক দল দেখিনি’, বিধানসভায় বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতার ভাষণের মাঝেই উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা।বিজেপি বিধায়কদের বিধানসভা কক্ষের বাইরে বের করে দেওয়ার জন্য মার্শালকে নির্দেশ দেন স্পিকার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বের করে দেওয়া হয়।