দীর্ঘদিন ধরে পলাতক কুখ্যাত চোর আশিক মিয়াকে গোমতি জেলা হাসপাতাল থেকে গ্রেপ্তার করে আর কে পুর পুলিশ। সংবাদের জানা যায় আশিক মিয়া বিরুদ্ধে আর কে পুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গোমতি জেলা হাসপাতাল চত্বরে নেশাসহ কয়েকটি বাইকের চাবি তার কাছে উদ্ধার করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা।