ঘটনাটি শুক্রবার মালবাজার ব্লকের নাগরাকাটা ব্লকের ঘটনা। মৃত ঐ জওয়ানের নাম সমরেশ দাশ (৫৩) । ঐ জওয়ান শিবচু এলাকার ৪৬ নম্বর ব্যাটেলিয়নের এ এস আই পদে ছিলেন।পরিবারের তরফ থেকে জানা গিয়েছে শুক্রবার সীমান্তে কর্তব্যরত অবস্থায় থাকা কালীন হরপা বানে ভেসে যায় জলধাকা নদীতে ।উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেংগে পরে পরিবারের লোকজন।