রেল কর্তৃপক্ষের উদাসীনতায় চরম বেহাল অবস্থায় বলরামপুর-জামশেদপুর ১৮নং জাতীয় সড়কের শ্যামনগর রেলগেট সংলগ্ন জাতীয় সড়ক।দীর্ঘ কিছু দিন ধরে তৈরি হয়েছে রেল গেট এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। শ্যামনগর রেলগেটের বেহাল রাস্তায় চরম সমস্যায় পড়েছে ব্যাস্ততম এই রাস্তায় চলাচল কারী সমস্ত ধরনের যানবাহন এবং ওই সড়কে যাতায়াতকারী স্থানীয় বহু গ্রামের মানুষজন।