মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের এগারোমাইল সংলগ্ন এলাকায় স্থানীয় দুর্গাপুজো কমিটির উদ্যোগে প্রথাগত রিতীনিতী মেনে পুজার্চনা করে সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুর তিনটে নাগাদ। আয়োজক কমিটির পক্ষে মন্তোশ দে সরকার জানান এবছরে এলাকায় চমক দিতে চাইছেন উদ্যোক্তারা। এবছর তাদের ৫২ তম বর্ষের পুজো,এ বছরে মন্ডপ ও আলোকসজ্জায় থাকছে বিশেষ আকর্ষণ ও নজড়কাড়া প্রতিমা।