শিব নৃত্যের তালে বিদায়, চাঁচলে বিবেকানন্দ স্মৃতি সমিতির জমকালো বিসর্জন শোভাযাত্রা শিব নৃত্যের মধ্য দিয়ে শেষ হলো চাঁচলের বিবেকানন্দ স্মৃতি সমিতির প্রতিমা বিসর্জন পর্ব। শনিবার সন্ধ্যায় মালদার চাঁচল শহরে বের হয় এক বিশাল শোভাযাত্রা। শহরজুড়ে জমে ওঠে উৎসবের আমেজ। এবারের শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল শিব নৃত্য, মহিলা ব্যান্ড ও সাঁওতালি বাজনা। শোভাযাত্রা সহকারে গোটা শহর পরিক্রমা করে প্রতিমা। শহরের প্রতিটি মোড়ে আয়োজিত হয় মনোমুগ্ধকর শিব নৃত্য। ঢাকের