দূর্গা পুজো উপলক্ষে আজ রক্তদান করলো কমলপুরের অন্যতম বিগ বাজেটের ক্লাব আপনজন।তাদের এবারের বাজেট ১৫ লক্ষ টাকা। তাদের পুজোর থিম হলো নারী। আজ ক্লাব গৃহে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এই ক্লাব 'র সদস্য বিধায়ক মনোজ কান্তি দেব, উপস্থিত ছিলেন ক্লাব 'র সভাপতি প্রশান্ত বিকাশ ঘোষ, পুজো সম্পাদক সুপ্রিয় চৌধুরি ও পুজো কমিটির সহ সম্পাদিকা নিবেদিতা চক্রবর্তী। এবার তাদের পুজো মহিলা কেন্দ্রিক।