একই এলাকায় দুদিনের দুটো অজগর উদ্ধার।দুটো অজগরের দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট।এক ঘটনা আলিপুরদুয়ার -১ ব্লকের পশ্চিম শালবাড়ি এলাকায়।সোমবার বিকেল চারটা নাগাদ ওই এলাকা থেকে উদ্ধার অজগরটি চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।স্থানীয়দের কাছে জানা গেলো এদিন গরু চড়াতে গিয়ে অজগ টি দেখতে পায় গ্রামের কয়েকজন।এরপর বন দপ্তরে খবর দেওয়া হলে । ঘটনাস্থলে আসে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা।