প্রজাপিতা ব্রহ্ম ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখার এর পক্ষ থেকে বিশাল রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার ২২ আগস্ট। যেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন অর্গানাইজেশনের ছাত্র-ছাত্রী রা অংশগ্রহণ করেন তাছাড়া এনএসএস, এবিভিপির ছাত্র-ছাত্রীরা এখানে রক্ত দেন।