মালদা জেলার গাজোল ব্লকের সালাই ডাঙ্গা অঞ্চলের পূর্ব অনন্তপুর বুথ এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা সমস্যা ছিল এলাকার মানুষের। তাদের রাস্তা সমস্যার কথা জানিয়েছিল। তাই সেই রাস্তার সমস্যার কথা মাথায় রেখে জেলা পরিষদের উদ্যোগে গাজোল ব্লকের শালাইডাঙ্গা অঞ্চলের পূর্ব অনন্তপুর রাস্তার শুভ শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শনিবার বেলা দুইটা নাগাদ গাজোল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা জানিয়েছেন। ফিফটিন ফিনান্স তহবিল থেকে 2025 ও 2026 অর্থ বর্ষে থেকে বরা