পূর্ব মেদিনীপুর জেলার ময়নার পূর্ব দোবান্দী পাটনাএলাকায় কংসাবতী নদী বাঁধে ১০০ মিটার ধ্বস নেয়,গত বৃহস্পতিবার এলাকাবাসীরা বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে | সাথে সাথে নিম্নমানের কাজের জন্য ক্ষোভ প্রকাশ করেন | ইতিমধ্যে নদীর জল বেড়ে যাওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সেই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে |কাজ শুরু হয় এলাকাবাসীরা স্বস্তি নিঃশ্বাস ফেলেছেন |