নওদায় হোটেলে হানা দিয়ে বর কনে সহ হোটেল মালিক কে আটক করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নওদার এক হোটেলে আকস্মিক হানা দেয় নওদা থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠন BAPU। সেখানে অপ্রাপ্তবয়স্ক এক কন্যার সঙ্গে নদীয়ার এক যুবকের বিয়ের গোপন আয়োজন চলছিল। পুলিশ ও সংগঠনের তৎপরতায় আটক হয় বর, কনে, হোটেল মালিকসহ বেশ কয়েকজন। প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও গোপনে নাবালিকার বিয়ের আয়োজন করে পরিবার। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই বেআইনি কাজ। ঘটনায়