কালনায় অবস্থিত সমাজবাড়ি এবং সমাজ বাড়ির মধ্যে অবস্থিত আশেপাশের জায়গায় যেকোনো অংশের সংস্কার, পুনর্নির্মাণ, মেরামত, নতুন নির্মাণ করা কঠোরভাবে নিষিদ্ধ কালার ডেপুটি ম্যাজিস্ট্রেটের তরফে এমনই নোটিশ লাগানো হয়েছে সমাজ বাড়ির বিভিন্ন অংশে। জমি আগেই বিক্রি হয়ে গিয়েছে। দু'টি প্রাচীন স্মৃতিমন্দিরও ধ্বংসের পথে। সম্প্রতি কালনার প্রাচীন সমাজবাড়ির মূল ফটকের দেওয়াল ভাঙা শুরু করেছেন কিছু লোক। নিশ্চিহ্ন হতে বসা কালনার শহরের ডাঙাপাড়া এলাকার সমাজবাড়ি বাঁচাতে সক্রিয় হয়েছে