বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত কাঞ্চনপুরে। কাঞ্চনপুর মন্ডলের ৩২নং বুথ এলাকায় ৪জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। নবাগতের দলে বরণ করে নেন যুব মোর্চার কাঞ্চনপুর মন্ডলের সহ সভাপতি আদর্শ বড়ুয়া,বুথ সভাপতি নিপেন্দ্র পুরকায়স্থ, রেভা দাস সহ অনান্য নেতৃত্বরা।