হাঁড়ি জাতির হাতে পুজো নেন দেবী, জল তুলসীতেই সন্তুষ্ট হন পলাশীর পতিদুর্গা। হুগলির ধনিয়াখালীর ছোট্ট গ্রাম পলাশী । এই গ্রামেই প্রায় ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে পতি দুর্গার। এখানে দেবির পাশে নেই লক্ষ্মী, গণেশ ,কার্তিক ,সরস্বতী থাকেনা অসুর। দেবীর দশ হাতের বদলে থাকে দু হাত। দুর্গার ডান পাশে থাকেন মহাদেব। তার পায়ের নিচেই থাকে ষাঁড়। দুর্গার পায়ের নিচে থাকে সিংহ।দেবীর বাঁদিকে থাকে জয়া আর ডানদিকে থাকে বিজয়া।এখানে কুমারী পুজো হয় না। হয়না মায়ের বির্শর্জন,,