নানুরের উচকরণ অঞ্চলের গোপডিহি গ্ৰামে বৃহস্পতিবার আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। ওই ক্যাম্প পরিদর্শনে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি, পঞ্চায়েত প্রধান প্রমুখ। এছাড়াও ছিলেন, নানুর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ তথা উচকরণ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈয়দ আমিন আলি সহ নানুর ব্লক প্রশাসনের আধিকারিক রা।এদিন সকালে সংশ্লিষ্ট স্থানে বিশিষ্ট জনেরা পৌঁছে ক্যাম্প টি উদ্বোধন করার পর ওই গ্ৰামের।