তপন ব্লকের চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মদনাহারে RAD-CC প্রকল্পের সূচনা, চাষীদের হাতে ফলের গাছ ও কৃষি সামগ্রী বিতরণ। মঙ্গলবার বিকেল চারটায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জানা যায়, কৃষি দপ্তরের সয়েল এন্ড ওয়াটার কনজারভেশন উইং-এর অধীনে মালদা জেলার সয়েল সার্ভে অফিসের সহকারী কৃষি পরিচালক সঞ্জয় ঘোষের তত্ত্বাবধানে প্রকল্পটি রূপায়িত হচ্ছে। সহযোগিতায় আছেন তপন ব্লকের এডিএ অমিত বিশ্বাস, বিএলডিও ডঃ শেখর পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন, কৃষি ও প্রাণী কর্মাধ্