আগামীকাল করম পূজো উপলক্ষ্যে আজ পাটিকাবাড়ী আদিবাসী কল্যাণ সংঘের উদ্যোগে এক বিরাট ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, আগামীকাল আদিবাসীদের এক ধর্মীয় উৎসব ডালপূজো যেটি করম পূজো নামেও পরিচিত, সেই পূজো উপলক্ষ্যে রাত্রি জাগরণ অর্থাৎ যেখানে পূজো হবে সেখানে রাত জেগে নাচ গান হবে, সেই উপলক্ষ্যে মামজোয়ান পঞ্চায়েতের পাটিকাবাড়ী আদিবাসী কল্যাণ সংঘের উদ্যোগে একদিনের ৮ দলীয় বহিরাগত প্লেয়ার সম্বন্বয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আর করম পূজো উপলক্ষ্যে প্রতিবছরই এই