আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে,পাড়ার মানুষের খোভ।অঞ্চল প্রধান গিয়ে সমস্যার সমাধান করলেন। কেশপুর ব্লকের অন্তর্গত ৮ নম্বর আমড়াকুচি গ্রাম পঞ্চায়েতে আজ বেলা 11 টা নাগাদ এমনই চিত্র ধরা পড়ল চড়কা গ্রামে। আজ পাড়ায় সমাধান কর্মসূচি করতে দেখা যায় নটি বুথে,তিনটি ক্যাম্প করা হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলে বেলা বারোটা পর্যন্ত। পরে চরকা আকবরী হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় ওই দুয়ারে সরকারে পরিদর্শন করে গ্রাম পঞ্চায়েত প