বংশীহারী মৎস্য সমবায় নির্বাচনে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন ‘অবৈধভাবে’ বাতিলের প্রতিবাদে মঙ্গলবার সকাল সাড়ে ন’টায় ৫১২ জাতীয় সড়ক অবরোধে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তথা কুশমন্ডির বাসিন্দা তাপস চন্দ্র রায়। প্রশাসনের ভূমিকা নিয়ে তোপ দেগে তাঁর অভিযোগ, “তৃণমূল বিজেপির শক্তিকে ভয় পেয়েছে। তাই প্রশাসনকে দিয়ে আমাদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করানো হয়েছে।” অবরোধ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।