পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার কোলাঘাট ব্লকে ১০০ দিনের কাজ দাও নাহলে ভাতা দাও..এই স্লোগানকে সামনে রেখে আজ কোলাঘাট BDO এর নিকটে ডেপুটেশন দিল CPI(M)।উপস্থিত ছিলেন CPIMর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, ইব্রাহিম আলি, কাঞ্চন মুখার্জী রানা ভট্টাচার্য , সিদ্ধার্থ রাউৎ সহ নেতৃত্বগণ