অনলাইন গেম খেলে প্রতারণার শিকার হয়েছিল কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানের এক যুবক, যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রতারিত হওয়া ৪৭ হাজার ৬৩২টাকা উদ্ধার করে ফিরিয়ে দিল কালচিনি থানার পুলিশ। বুধবার কালচিনি থানার পুলিশ আধিকারিক জানান কিছুদিন পূর্বে মেচপাড়া চা বাগান এলাকার যুবক অমন মাহালী এসে অভিযোগ করে যে অনলাইন গেম খেলার সময়ে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক টাকা কেউ চিট করে নিয়ে নিয়েছে।অভিযোগের ভিত্তিতে টিম তদন্ত শুরু করে টাকা উদ্ধার করে।