সোমবার সকালে পুলিশ দিবস উপলক্ষে "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি শুরু হয়। মন্তেশ্বর থানা পক্ষ থেকে মন্তেশ্বর বাজার সংলগ্ন এলাকায় কামারশালমোড় পর্যন্ত, এই পদযাত্রা শুরু হয়। উপস্থিত ছিলেন, মন্তেশ্বর থানার আধিকারিক অফিসারা ও সিভিক ভলান্টিয়াররা। রাস্তা ঘাটে চলাচলের ক্ষেত্রে মানুষজনকে সচেতনতার জন্য মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে, "সেফ ড্রাইভ, সেভ লাইফ" কর্মসূচি করা হয়।