পুরুষোত্তমপুর bjp পরিচালিত গ্রাম পঞ্চায়েতে জয়ী ২ সদস্য tmcতে যোগদান করায় ১৭ টি আসনের মধ্যে 9টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।তমলুক সাংগঠনিক জেলা tmc সভাপতি সুজিত কুমার রায় বলেন স্থায়ী সমিতিতে যারা আছেন তারা পদত্যাগ না করলে সোমবার অনাস্থা ডাকা হবে, এক মাসের মধ্যে bjpর সদস্যদের ঘাড় ধাক্কা দেওয়া হবে |bjpর জেলা পরিষদের সদস্য অলক কুমার দোলায় বলেন তৃণমূলের কোনো নীতি নেই শাসন ক্ষমতা থেকেও কে কখন কোথা থেকে যোগ দেবে তা কাঠি করতে ব্যস্ত |