খুটাবাড়ি গ্রামে বৈঠক করল বনদপ্তর ।বৈঠকে চিতাবাঘের আক্রমণের হাত রক্ষা পেতে দশ জনকে নিয়ে একটি টিম গঠন করা হয়।এই টিম রাত আটটা পর্যন্ত বনদপ্তরের গ্রামে পাহাড়া দেবে।পাহাড়া দেওয়ার জন্য ছয়টি টর্চ লাইট দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন বিকেলে চারটি খাচা ও আটটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে।খাচায় টোপ হিসেবে চারটি ছাগল দেওয়া হয়েছে।এর ছাগল বনদপ্তরের পক্ষ থেকেই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মনসুর আলী।