বিভিও ঘটনার তদন্ত শুরু করেছে। সরকারি ভাতা নিয়ে যারা এই জালিয়াতি করছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। মালদার রতুয়া দুই নম্বর ব্লকের মাগুরা বাধ রোড এলাকায় গ্রাহক সেবা কেন্দ্রে ব্যাংকের আড়ালে চলছিল এই প্রতারণার কারবার। আধার কার্ড তৈরির নামে নথি নিয়ে নতুন একাউন্ট তৈরি এরপর সেই একাউন্টের বার্ধক্য ভাতার টাকা ক্রেডিট হতেই টাকাও উধাও। এই চক্র প্রকাশ্যে আসে। আর এই প্রসঙ্গে বলতে গিয়ে শুক্রবার দুপুর ১ নেতাজি মোড়ে বললেন মালদা জেলা TMC সহ সভাপতি।