বিপিসি পাড়ার প্রয়াত সুশীল দেববর্মার বাড়িতে নেশার আসর থেকে ছয় জনকে আটক করলো পুলিশ। তারা কেউ কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়া। একদিকে চলছে দুর্গা মন্ডপের কাজ। ক্লাবের লোকজন চিৎকার চেঁচামচি শুনে তাদের মধ্যে সন্দেহ জাগে একটা কিছু হচ্ছে। তড়িঘড়ি বিপিসি ক্লাবের সদস্যরা দৌড়ে ছুটে আসে।