পথ দুর্ঘটনায় আহত হলেন এক ব্যক্তি। শনিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে মানবাজার লালপুর রাজ্য সড়কে বাগদা এলাকায়।জানা যায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইকে ধাক্কা দিলে আহত হন এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম বিশ্বজিৎ হাঁসদা।বাড়ি বাগদা অঞ্চলের কাটাগড়া গ্রামে। আহত কে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।।